• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
ইমাম মোয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করলেন -শিবলী সাদিক এমপি

নিজস্ব অর্থায়নে বিভিন্ন মসজিদ এর ইমাম - মুয়াজ্জিনের মাঝে

দেশে করোনায় চলমান সংকটময় মূহুর্তে খাদ্য সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের অংশ হিসাবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি তাঁর নিজস্ব অর্থায়নে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১ টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর এলাকা ও উপজেলার ৭টি ইউনিয়নের সকল মসজিদের ১ হাজার ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
 এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, বিরামপুর সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার, থানার (ওসি) মো, মনিরুজ্জামান মনির।উপজেলার ভাইস চেয়ারম্যান মেজবাউল হক সহ অন্যান্যরা।
এসময়  শিবলী সাদিক এমপি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের নির্দেশনা মোতাবেক একটি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে ৫ জন এবং তারাবীর নামাজে ইমাম ও মুয়াজ্জিনসহ ১০ জন মুসল্লীর বেশি উপস্থিতি হতে পারবেন না। এমন নির্দেশনায় ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের মধ্যে একটি হতাশা কাজ করছে। এমতাবস্থায় তাঁদের পাশে দাঁড়ানোই হবে মানবিকতা।’
তিনি আরো  বলেন, ‘ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকায় ৪০ হাজার অসহায়, কর্মহীন, দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য  সামগ্রী বিতরণ করার কর্মসূচি নেওয়া হয়। কিন্তু সেটি এখন ৫০ হাজারে ছাড়িয়েছে।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।