আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘের টানা দ্বিতীয় জয়,,,
ফরিদপুর জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে টানা দ্বিতীয় জয় পেয়েছে আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘ। অন্যদিকে প্রতিযোগিতার দুটি ম্যাচে হেরেছে উদয়ন সংঘ।
বৃষ্টির কারণে ২৮ ওভারে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে প্রথমে ব্যাট করতে নেমে উদয়ন সংঘ ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাহ আলম ২১.তুহিন. ২৮’রান করে। অতিরিক্ত ২৫। আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘের পক্ষে উত্তম , রাজু, ৩ টা এবং ফয়সাল ২ উইকেট লাভ করেন। জবাবে ৩ উইকেট হারিয়ে আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘ ১১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে উত্তম ৩১,আসিফ ১৯, নিলয় ১৭ রান করেন। অতিরিক্ত ১৬। উদয়ন সংঘের পক্ষে বিপ্লব ২ উইকেট নেন। আম্পায়ার হাসমত আলী খান, শহিদুল ইসলাম টুটুল। প্রতিযোগিতা অন্য ম্যাচে লক্ষ্মীপুর সবুজসেনা খেলবে একই এলাকার লক্ষ্মীপুর যুব সংঘের বিরুদ্ধে।