নওগাঁর সাপাহারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, এজাহার নামীয় ১ নং পলাতক আসামী পাষন্ড স্বামী আ: সালাম (৩৮) কে গোপন সংবাদের ভিত্তিতে সদরের উচাডাঙ্গা মোড় থেকে বুধবার সকাল পৌনে ৯টার দিকে এস আই মোস্তাফিজ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য-বিবাহের পর হতে পাষন্ড স্বামী আ: সালাম যৌতুক চাহিয়া প্রায়ই স্ত্রী ময়না খাতুন কে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। প্রকাশ থাকে গত ২৫ জুলাই দুপুরে ধারালো চাকু দিয়া স্ত্রী ময়না খাতুন কে শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং হাসপাতালে তার স্ত্রী’র চিকিৎসার সময় স্তন সহ শরীরের বিভিন্ন ক্ষতস্থানে ১০০টি সেলাই পড়ে।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর সাথে কথা হলে তিনি জানান, মেয়ের মা সাপাহার থানায় মামলা নং-২৬, তারিখ-২৯/০৭/২০২০ খ্রিঃ, ধারা-১১(ক)(খ)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ আইনে মামলা করেন। এজাহার নামীয় ১ নং পলাতক আসামী পাষন্ড স্বামী আ: সালামকে গ্রেফতার করে নওগাঁ জেল হাযতে প্রেরণ করা হয়েছে।