• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় চালের টিন কেটে দোকান চুরি, আটক চোর

ফরিদপুরের আলফাডাঙ্গায় চুরির সময় শিপন মোল্যা (২৬) নামে এক চোরকে হাতেনাতে আটক করেছে বাজারের দুই নৈশপ্রহরী। হাতেনাতে চোর আটক করায় দুই নৈশপ্রহরীকে সাধুবাদ জানিয়েছেন পুলিশ, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারের মুদি ব্যবসায়ী ফারুক মিয়ার দোকানে এ ঘটনা ঘটে। এতে ওই ব্যবসায়ী ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

বাজার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় জাটিগ্রাম বাজারে নৈশপ্রহরী সাহাব মিয়া ও ইলিয়াস মোল্যা পাহারা দিচ্ছিলেন।  ঘটনার সময় রাত আনুমানিক আড়াইটার দিকে বাজারের ব্যবসায়ী ফারুক মিয়ার দোকানে হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে এগিয়ে যায় তারা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তারা বুঝতে পায় ওই ব্যবসায়ীর দোকানের চালের টিন কেটে ভিতরে মানুষ প্রবেশ করেছে। খবর পেয়ে দোকান মালিক বাজারে এসে ঘর খুলে জাটিগ্রামের বাসিন্দা শিপন শেখকে দেখতে পায়। পরে বাজার কর্তৃপক্ষ থানা পুলিশকে জানালে শিপন শেখকে তারা আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, শিপন মোল্যাকে উপস্হিত লোকজন জিজ্ঞাসা করলে এ চুরির ঘটনার সাথে সহযোগী হিসাবে একই এলাকার ইনামুল শেখ, মনিরুল শেখ ও শামিম সর্দারের নাম প্রকাশ করেন। যার তথ্য প্রমাণ আছে। উক্ত ব্যক্তিরা দোকানের বাহিরে জানালার পাশে অবস্হান করে। তাদের নিকট শিপন শেখ নগদ টাকা, বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও সাবান দোকানের ভিতর থেকে বাহিরে পৌঁছে দেয়।

এ বিষয়ে দোকান মালিক ফারুক মিয়া জানান, ‘ প্রতিদিনের ন্যায় লোকডাউনের কারণে সোমবার দুপুর ১টায় দোকান বন্ধ করে বাড়ি যাই। পরে রাত আড়াইটার দিকে বাজারের নৈশপ্রহরী ইলিয়াস মোল্যা আমাকে খবর দিলে বাজারে গিয়ে দোকান খুলে দেখি আমার দোকানে এক চোরকে আটক করেছে তারা।’

বাজারের নৈশপ্রহরী সাহাব মিয়া ও ইলিয়াস মোল্যা জানান, ‘ আমরা প্রতিদিনের মতো বাজারে ডিউটি দিচ্ছিলাম। হঠাৎ বাজারের মুদি ব্যবসায়ী ফারুক মিয়ার দোকানে বিকট শব্দ পেয়ে এগিয়ে যায়। পরে আমরা চোরকে দোকান ঘরের মধ্যে আটক করে দোকানের মালিককে খবর দেই।’

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘ঘটনাস্হান থেকে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পেয়েছি, ঘটনার সত্যতা যাচাই করে আইনুনাগ ব্যবস্হা নেয়া হবে’।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।