• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে

বোয়ালমারীতে পুলিশের তিন মামলায় আসামি আ’লীগ নেতাসহ ৪২ জন ও গ্রেপ্তার ১ জন 

করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে

বোয়ালমারীতে পুলিশের তিন মামলায় আসামি আ’লীগ নেতাসহ ৪২ জন ও গ্রেপ্তার ১ জন

নুর ইসলাম,বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে স্হানীয় থানা পুলিশের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ময়েনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মান্নান মোল্যাকে (৬৫) আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। গত রোববার (০৫-০৪-২০) রাতে এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। তিন মামলার মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদি হয়ে পুলিশের ওপর হামলা ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি ও উপ-পরিদর্শ (এসআই) দীপঙ্কর স্যানাল বাদি হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি করেন। মামলায় মোট ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করা হয়েছে। ওই রাতেই পুলিশ মামলার এজাহার ভুক্ত আসামি মান্নান মোল্যার ছেলে মজনু মোল্যাকে (৫) আটক করেছে। ঘটনার দিন বিকেলে থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমানের নেতৃত্বে পুলিশ মান্নান মোল্যার ময়েনদিয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি ঢাল, ৩০টি বর্শা, ২টি রামদা ও দেশের দূর্যোগকালীন সময়ে অতিরিক্ত  প্রায় ৪ লাখ টাকা মূল্যের সিগারেট মজুদ অবস্হায় জব্দ করেছে।

এ ব্যাপারে মান্নান মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি, তাঁর ব্যক্তিগত মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, মামলায় এজাহার ভুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শনিবার ময়েনদিয়া বাজারে সাপ্তাহিক হাটের দিনে দেশে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে এএসআই শাহাদত, পিজুস ও দুই পুলিশ কনস্টেবলসহ চারজন আহত হয়। #

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।