সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসু)- ২০১৮-১৯ এর সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত বার্ষিক আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৫ই মার্চ বৃহস্পতিবার সম্পূর্ণ হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে অংশ নেয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ। উদ্ভিদবিজ্ঞান বিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং ব্যবস্থাপনা বিভাগ রানার্স আপ হয়।বিতর্ক অনুষ্ঠান শেষে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম বাবু, রুকসুর সহ-সভাপতি (ভিপি ) নূর হোসেন মারুফ এবং সাধারণ সম্পাদক (জি এস) আসিফ ইমতিয়াজ সজল।অনুষ্ঠানের সভাপতি ছিলেন রুকসুর সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক রেজভী জামান।