সরকারি নির্দেশনা অমান্য করায় দক্ষিণ বোয়ালমারী’র সহস্রাইল বাজারে জরিমানা
সরকারি নির্দেশনা অমান্য করায় দক্ষিণ বোয়ালমারী’র সহস্রাইল বাজারে জরিমানা
সৈয়দ তারেক মোঃ আবদুল্লাহ, বোয়ালমারী: করোনা ভাইরাস মোকাবেলায়, সরকারি নির্দেশনা না মানায় এবং নির্দিষ্ট কারন ছাড়া সহস্রাইল বাজারে ঘোরাফেরা করায় দক্ষিণ বোয়ালমারী’র সহস্রাইল বাজারে, আজ সোমবার,৬ ই এপ্রিল সকালে ৩ জন ব্যবসায়ী, ১ জন পথচারী ও ১ জন মোটরসাইকেল আরোহিকে দন্ডবিধি ২৬৯ ধারায় সর্বমোট ১৩০০ টাকা জরিমানা করেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহম্মেদ ।তিনি বলেন পথচারি ও ব্যবসায়ীকে অনেক নিষেধ করা সত্বেও তারা আইন মানছে না এ জন্য এ জরিমানা করা হলো।এ ব্যপারে ঘটনাস্থলে উপস্থিত উপজেলা ভাইস- চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা বলেন সময়োপযোগী সিদ্ধান্ত, বর্তমান করোনা ভাইরাসের পরিস্থিতিতে সবার সরকারি নির্দেশনা মেনে চলা উচিত।