ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা আবু শেখ(৭০) নামে এক রোগীর মৃত্যু
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর :করোনা সন্দেহে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা আবু শেখ(৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি মধুখালী উপজেলার চর সেবদিয়া গ্রামে।
হাসপাতালের পরিচালক মোঃ সাইফুর রহমান জানান, আবু শেখ নামে এক রোগি কয়েকদিন আগে কিডনী জনিত সমস্যা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়। গতকাল তার করোনা উপসর্গ দেখতে পেয়ে চিকিৎসকরা তাকে হাসপাতালের করোনা আইসোলেশনে এনে ভর্তি করে। এরপর আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি বলেন, গতকাল তার করোনা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।
মধুখালী উপজেলা নির্বাহী মোঃ মোস্তফা মনোয়ার জানান, আমরা দুদিন আগে জানার সাথে সাথে ওই এলাকার ৪টি বাড়ির প্রায় ৫০জন সদস্যকে হোম কোয়ারেন্টাইন করে দিয়েছি। এখন লাশ হাসপাতাল থেকে নিয়ে এসেছে প্রশাসনের মাধ্যমে দাফন করা হবে বলেও তিনি জানান।