• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
বরগুনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও হোম কোয়ারেন্টাইন না মানায় ১৭ জনকে অর্থদন্ড,১ জনের কারাদণ্ড

বরগুনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও হোম কোয়ারেন্টাইন না মানায় ১৭ জনকে অর্থদন্ড,১ জনের কারাদণ্ড

র‍্যাব ৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, জেলা পুলিশ, বরগুনা ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে অদ্য ০৬/০৪/২০২০ ইং তারিখ সকাল আনুমানিক ১০ ঘটিকা হতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত বরগুনা সদর থানাধীন পৌরমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা,মোটরসাইকেল নিয়ে অযথা ঘুরাঘুরি করা, হোম কোয়ারেন্টাইন না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ইত্যাদি অভিযোগে ১৭ জন ব্যাক্তিকে সর্বমোট ৩৯৫০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় অনন্যা ভ্যারাইটিস স্টোর এর মালিক মোঃ হামিম(২০) নামে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা আটককৃতদের সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যাতিত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু অসাধু ব্যাবসায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন। ক্যাম্প অধিনায়ক বলেন তাদের এ অভিযান চলমান থাকবে।তিনি জনসাধারণকে সরকারি এ আদেশ মেনে চলার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।