দিনাজপুর প্রেসক্লাবে স্বয়ংক্রিয় জীবানুণাশক টানেল উদ্বোধন
করোনা ভাইরাস বিস্তার রোধে দিনাজপুর প্রেস ক্লাবে প্রবেশ এবং বহিরাগমন পথে ভূমিকা রাখছে জীবানুনাশক সংক্রিয় টানেল। ওই টানেলে প্রবেশের সাথে সাথে সক্রিয়ভাবে যাতায়াতকারির সারা শরিরে ছড়িয়ে পড়ছে জীবানুনাশক স্প্রে। কার্যকর ওই ট্যানেলটি
সংগঠন আলোর পথে জাগো যুব,দিনাজপুর এর অর্থায়নে অত্যান্ত কম খরচে তৈরি করেছেন দিনাজপুর সদর উপজেলার মোসাদ্দেক হোসেন ও মোঃ নাঈম ।
আজ বুধবার (৬ মে) সকালে দিনাজপুর প্রেস ক্লাবে জীবানুনাশক সংক্রিয় টানেল উদ্ধোধন করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। এসময় উপস্তিত ছিলেন প্রেসক্লাবের কর্মকতা ও সাংবাদিক আবু বকর সিদ্দিক,কংকন কর্মকার, রতন সিং ,মোর্শেদুর রহমান, সালাউদ্দিন আহমেদ,একরাম হোসেন তালুকদার, রফিকুল ইসলাম ফুলাল, রিয়াজুল ইসলাম, জিন্নাত হোসেন, মুকুল চট্টোপাধ্যায় প্রমুখ।
করোনা ভাইরাসসহ সব ধরনের জীবানুর বিস্তার রোধে মাত্র ৫ থেকে ৭ হাজার টাকা খরচের মধ্যে সংক্রিয় ট্যানেল স্থানীয় ভাবে তৈরি করেছেন জাতীয় পুরুস্কার প্রাপ্ত যুব বিষয়ক সামাজিক সংগঠন “আলোর পথে জাগো যুব, দিনাজপুর এর সভাপতি মোসাদ্দেক হোসেন তাকে সহযোগিতা করেছেন দিনাজপুর ইন্সিটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ছাত্র মোঃ নাঈম। বৈদ্যুতিক মোটর ব্যবহার করে বানানো ওই ট্যানেলে মধ্যে প্রবেশ করা মাত্র শরিরে ছড়িয়ে পড়ে জীবানুনাশক স্প্রে।
যুব বিষয়ক সামাজিক সংগঠন “আলোর পথে জাগো যুব, দিনাজপুর এর সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, কয়েক দিনের টানা পরিশ্রমের পর চলমান সংকট মোকাবিলায় প্রযুক্তিকে কাজে লাগানোর প্রচেষ্টা। অবশেষে নিজেদের তৈরি স্বয়ংক্রিয় জীবাণু নাশক একটি ডিভাইস তৈরি করতে আমরা সফল হয়েছি। সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রটি দিনাজপুর প্রেস ক্লাবে কার্যকর করা হয়েছে। সাংবাদিকরা চলমান করোনা সংকটে আমাদের ঘরে ঘরে সংবাদ পৌঁছে দেন, আমরা থাকি ঘরে সুরক্ষিত অথচ তারা বিরামহীন ছুটছেন। সাংবাদিক ভাইদের সুরক্ষার কথা ভেবে যন্ত্রটি প্রেস ক্লাবকে প্রদান করলো যুব বিষয়ক সামাজিক সংগঠন “আলোর পথে জাগো যুব, দিনাজপুর।” করোনা মোকাবিলায় স্বয়ংক্রয়ি জীবাণুনাশক যন্ত্রটি তৈরিতে সহযোগিতার হাত বাড়ি দিয়েছে প্রিয় শিক্ষার্থী নাঈম ও গোলাম মোস্তফা। সর্বদা উৎসাহ দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে যারা বাইরে থেকে আসছেন তারা টানেলের মধ্যে প্রবেশ করলে অটোমেটিক জীবানুনাশক স্প্রে করা হবে। জীবানুমুক্ত হয়ে যাতায়াতকারিরা নিরাপদে প্রেসক্লাবে প্রবেশ এবং বের হতে পারবে বলে।
এসময় সংগঠনটির পক্ষ্যে উপস্থিত ছিলেন স্বাদ্বেশরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায় , ডিআইএসটির শিক্ষক আব্দুল আলীম,উপদেষ্টা মুকিদ হায়দার শিপন,আসিফ আলম আকা।