কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় ফরিদপুর জেলা শ্রমিক লীগের উদ্যোগে বিকাল তিনটায় ফরিদপুর প্রেসক্লাবে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা নির্মান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জেলা শ্রমিক লীগের সিনিয়র সভাপতি ইমান আলি মোল্লা, ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়ন এর সাধারন সম্পাদক ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোঃ নাছির, নির্মান শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ফরিদপুর জেলা রেন্ট এ শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি জেলা শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক ফরিদপুর জেলা দোকান কর্মচারি ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক দুলাল, জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক ও শহর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুক্তা, আলীয়াবাদ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক এনায়েত শেখ, শ্রমিক নেতা আক্কাস হোসেন, মো: জাহিদ, হেলাল, হাবিবুর রহমান, সাঈদুর ইসলাম বাবুল, সঞ্জিব কুমার জিৎ, ফজলুর রহমান মন্ডলসহ শ্রমিক লীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা, এই ন্যাক্কার জনক ঘটনার জন্য দায়ীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করা হয়। তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না আর এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।