ফরিদপুরে ১৫০ বাউল পরিবারের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌঁছে দিল জেলা প্রশাসন
এস এম মনিরুজ্জামান,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষ হতে করোনা ভাইরাসের প্রাদুভার্বের কারনে সদর উপজেলার কর্মহীন ১৫০ বাউল পরিবারের বাড়ি বাড়ি ঘুরে খাদ্য সামগ্রী পৌঁছে দিল তার প্রতিনিধি দল। জেলা প্রশাসকের কাযার্লয়ের কর্মচারীরা বাউল প্রতিনিধি রুপক সাহাকে সঙ্গে নিয়ে সোমবার দুপুর থেকে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন তাদের বাড়ি বাড়ি গিয়ে।
এসময়বায়তুলআমান,টেপাখোলা,কমলাপুর,লালের মোড়,লক্ষিপুর,গোয়ালচামট,শোভারামপুর,চন্ডিপুর,পরানপুর,পারচর,কানাইপুর,মল্লিকপুর১৫০ জন বাউল পরিবারের হাতে চাউল,ডাউল, আলু, লবন, সয়াবিন তৈল ও একটি লাক্স সাবান দেয়া হয়।
এ ব্যাপারে বাউল প্রতিনিধি রুপক সাহা বলেন, করোনা ভাইরাসের প্রাদুভার্বের কারনে আমাদের বাউল সম্প্রদায় বেকার হয়ে পড়ে। আর বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানালে তিনি অতি দ্রুত এই ১৫০টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী দেওয়ার নির্দেশ দেন। এরপর সোমবার তার অফিসের কর্মচারীরা আমাকে সাথে নিয়ে বাউল শিল্পি, বাদ্যযন্ত্রী ও সেবাইত এই ধরনের ১৫০টি পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। তিনি বলেন স্যার আমাদের জন্য কিছু করার অনুভব করেছেন এটা আসলেই আমাদের জন্য একটা বিরাট উদাহরন হয়ে থাকবে। #
ছবি তুলেছেন – জিল্লুর রহমান রাসেল