• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
সালথায় জমি নিয়ে ভাই-ভাই বিরোধ তিন জনকে কুপিয়ে আহত

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ভাই-ভাইয়ে জমি নিয়ে বিরোধের জেরধরে তিন জনকে কুপিয়ে আহত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের হাপাতালে ভর্তি করা হয়েছে। তিন জনের অবস্থাই আশঙ্কাজনক বলে খবর পাওয়া যায়।

স্থানীয় সুত্র জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তুগোলদিয়া গ্রামের নোমাই মাতুব্বরের দুই ছেলে আতিক মাতুব্বর ও ইয়ার আলী মাতুব্বরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে আতিক মাতুব্বর তার আপন ছোট ভাই ইয়ার আলীকে (২৫) কুপিয়ে আহত করে। এ সময় ঠেকাতে এলে প্রতিবেশী বকুল মোল্যা (৫০) ও মুন্না মাতুব্বরকেও (৫৫) কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।