• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুর জেলা প্রশাসনের সচেতনতা মুলক অভিযান অব্যাহত

ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভুমি) শাহ মোঃ সজিবের নেতৃত্বে থাকা একদল সেনাবাহিনী

ফরিদপুর জেলা প্রশাসনের সচেতনতা মুলক অভিযান অব্যাহত

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর :করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে জনগণ যেন ঘরে থাকে, একের অধিক লোক যেন একসাথে ঘোরাফেরা না করে, মাস্ক ব্যবহার করে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যাতিত অন্যান্য দোকান বন্ধ থাকবে, শুরু থেকেই এ জাতীয় প্রচারণা চালাচ্ছে ফরিদপুর জেলা প্রশাসন। এ অভিযানের অংশ হিসেবে আজ সদর উপজেলার কানাইপুর বাজারে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞার আওতাধীন একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করেন সদরের সহকারী কমিশনার (ভুমি) শাহ মোঃ সজিবের নেতৃত্বে থাকা একদল সেনাবাহিনী । তাছাড়া দুটি মটর সাইকেল আইন অমান্য করায় ১ হাজার টাকা করে দুজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহ মোঃ সজিব বলেন, বাজারে কিছু দোকান খোলা রয়েছে যেগুলো খোলা রাখার নির্দেশ নেই, এজন্য তাদের জরিমানা করা হয়েছে। তাছাড়া সরকারি নির্দেশ রয়েছে জনসমাগম যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকতে। লোভেল করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা থেকে রক্ষা পেতে হলে আমাদের সকলকে নিজ ঘরে আবদ্ধ রাখতে হবে কিন্তু জনগণ এ বিষয়টি বুঝেও না আর বুঝতে চেষ্টাও করে তাই আমাদের এ অভিযান।

বাজারে জনসমাগম দেখে ক্যাপ্টেন ইসতিয়াক বলেন, আমরা সকলকে বলছি ঘরে থাকেন, প্রয়োজন ছাড়া বাহিরে আসবেন না কিন্তু আমাদের মিষ্টি কথা এরা শুনছে না, মাস্ক পরতে বলছি কেউ কেউ পরছে আবার অনেকে পরছে না। আমরা আসলে দোকান বন্ধ করে চলে যাচ্ছে আর আমরা চলে গেলে তারা আবার দোকান সাজিয়ে বসছে। যদি এরা নিজেরা সচেতন না হয় তাহলে কিভাবে এদের সচেতন করা সম্ভব?

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।