কানাইপুরের ত্রাণ বিতরণ করলেন চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন
মোঃ ইনামুল হাসান মাসুম,ফরিদপুর :ফরিদপুর সদর উপজেলার ৯ নং কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনা ভাইরাস মোকাবেলা করতে কর্মহীন, শ্রমহীন দারিদ্র্যগোষ্ঠী জনগণের মাঝে ত্রাণ বিতরণ করছেন চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন। বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী দিয়ে একাধিক ব্যাগ ভর্তি ১৫কেজি ওজনের বস্তা নিজ হাতে নিয়ে হাজির হয়েছেন এবং পৌঁছে দিচ্ছেন শ্রমজীবী কর্মহীন ক্ষুধার্ত মানুষের বসত ঘরে ঘরে।
তিনি মহামারী আকার ধারণ করা ঘাতক করোনা যুদ্ধের জন্য নিজেকে অনেক দায়িত্বের সাথে নিয়োজিত রেখেছেন এবং ত্রাণের ব্যাগ হাতে নিয়ে তুলে দিচ্ছেন শ্রমজীবী কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে নিজের দায়িত্ব মনে করে।
চেয়ারম্যান বলেন করোনা ভাইরাস প্রাদুর্ভাবে এই কাজটি করতে আমি কাউকে বাধ্য করিনি, তবে সবিনয়ে অনুরোধ করেছি এলাকাভিত্তিক যার যার প্রতিবেশীর খোঁজ খবর নিতে এবং খাদ্য সামগ্রী নিয়ে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে। এদিকে স্থানীয় জনগণ বলেন, আমাদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন এই ধরনের কাজ শুধু আজ নয় ১৫/২০ বছর যাবৎ সমগ্র কানাইপুর ইউনিয়ন বাসীর খেদমতে নিরলসভাবে করে যাচ্ছে প্রতিদিনই। কিন্তু আপনাদের এই ত্যাগ অক্ষয় হয়ে থাকবে।