র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৬-০৩-২০২০ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন উলানিয়া বাজারে অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান হেলাল (৪৬), পিতাঃ মোঃ আব্দুর রব হাওলাদার, সাং- উলানিয়া ০১ নং ওয়াড, ও মোছাঃ নুপুর আক্তার (৩০) স্বামীঃ মোঃ জাহাঙ্গীর হাওলাদার সাং- উলানিয়া ০১ নং ওয়াড উভয় থানাঃ গলাচিপা, জেলাঃ পটুয়াখালী থেকে আটক করে।
এ সময় আটককৃতদের নিকট হতে সর্বমোট ৩৮ (আটত্রিশ) পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে উক্ত আসামীগন গলাচিপাসহ আশেপাশের এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।
আটককৃত আসামীদেরকে উদ্ধারকৃত ইয়াবাসহ পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।