করোনা ভাইরাস প্রতিরোধে 'পুরাপাড়া ইউনিয়ন
করোনা ভাইরাস প্রতিরোধে ‘পুরাপাড়া ইউনিয়ন
অনার্স ক্লাব’ ও ‘ব্রাক্ষণডাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিবারের’ নানামুখী কর্মসূচি
গিয়াসউদ্দিন গিয়াস,লেকচারার,বোয়ালমারী সরকারি কলেজ:(Covid-19) করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের উচ্চ শিক্ষিত যুবকদের সংগঠন ‘পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’ ও ‘ব্রাক্ষণডাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিবারের ‘ অব্যাহত কর্মসূচিতে এলাকায় বেড়েছে করোনা সচেতনতা। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে পুরাপাড়া ইউনিয়ন এবং এর আশপাশের এলাকায় জনসচেতনামূলক মাইকিং করার পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ, এলাকার সব মসজিদ, মন্দিরসহ বাজার এলাকার সব প্রতিষ্ঠানে জীবানুনাশক স্প্রে করার জন্য প্রয়োজনীয় উপকরণ, হ্যান্ডওয়াস ও সাবান বিতরণ, ভ্যান ও অটোচালকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। পুরাপাড়া বাজারের সরকার অনুমোদিত প্রায় ৫০টি দোকানের সামনে ও মাছ বাজারে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে ক্রয় -বিক্রয় করার জন্য গোল বৃত্ত এঁকে দেওয়া হয়েছে।
এলাকার বাজারগুলোতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। দুই সপ্তাহ ধরে তাদের এ কার্যক্রম চলমান রয়েছে। তাদের এ কার্যক্রম পরিদর্শন ও সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সহযোগিতা করছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব জেতী প্রু। তিনি যুবকদের এসব কার্যক্রমের প্রশংসা করেন। এলাকার সর্বস্তরের মানুষ তাদের এসকল কর্মকান্ডের সন্তোষ প্রকাশ করে বলেন করোনা ভাইরাস প্রতিরোধে যুবকরা তাদের নিজ উদ্যোগে যে সকল কার্যক্রম পরিচালনা করছে তা বাংলাদেশের সকল যুবকদের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত হতে পারে।
পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ও ব্রাক্ষণডাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিরারের মোঃ জাকারিয়া, ৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা মোঃ ওসমান মোল্যা ও ৩৭তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দীনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের এ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। করোনা ভাইরাস প্রতিরোধ ও অসহায়দের সহযোগিতায় আগামী দিনগুলোতে তাদের বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে। তাছাড়াও এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সার্বিক উন্নয়নে তাদের সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে। তারা আরো বলেন পুরাপাড়া ইউনিয়ন কে একটি আদর্শ ও ডিজিটাল ইউনিয়নে পরিনত করাই সরকারের পাশাপাশি সংগঠনের মূল লক্ষ্য। সমাজের বৃত্তবানদের কাছে তারা এ কাজে আর্থিক সহযোগিতা কামনা করেন।