• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং

ফরিদপুরে ১০০০ প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক অতুল সরকার

প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক অতুল সরকার

এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধিঃ জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফরিদপুর পৌরসভার ১ হাজার প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

করোনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মত অসহায় হয়ে পড়েছে সমাজের প্রতিবন্ধীরাও। এদের পাশে এসে দাড়িয়েছে জেলা সমাজ সেবা অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে শহরের টেপাখোলা জেলা সমাজ সেবা কার্যালয় প্রঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা, সমাজ সেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ প্রমুখ।
উপ পরিচালক এ এস এম আলী আহসান জানান, বর্তমান পরিস্থিতিতে প্রতিবন্ধীদের পাশে খুব কম প্রতিষ্ঠানই দাড়াচ্ছে কিন্তু তারাও তো এখন অসহায় হয়ে পড়েছে, তাদেরও রয়েছে খাদ্য সংকট। জেলা সমাজসেবা অধিদপ্তর তাদের পাশে থেকে খাদ্য সহায়তা সহ অন্যান্য সহায়তা করবে। আজ ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি আটা, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন ও ২টি সাবানের একেকটি প্যকেট ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের ১ হাজার প্রতিবন্ধী পরিবারের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।