• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
৩২০০০ হাজার পরিবারকে  খাদ্য সহায়তা দিলেন খন্দকার মোশাররফ হোসেন এমপি       

অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন খন্দকার মোশাররফ হোসেন এমপি

 ৩২০০০ হাজার পরিবারকে  খাদ্য সহায়তা দিলেন খন্দকার মোশাররফ হোসেন এমপি       

এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি :বর্ধিত ফরিদপুর পৌরসভার ২৭ ওয়ার্ডের মানুষকে মানবিক খাদ্য সহায়তা দিতে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ব্যক্তিগত  আর্থিক সহযোগীতায়  বিশেষ উদ্যোগ নিয়েছে ফরিদপুর শহর আওয়ামীলীগ। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুরের আফসানা মঞ্জিলে শহর আওয়ামীলীগ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

উদ্বোধন কালে তিনি জানান, ২৭টি ওয়ার্ডে ২৭টি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যেখান থেকে যে কেউ যে কোন সময় খাদ্য সহায়তা হিসেবে চাল নিতে পারবেন। প্রতি ১৫ দিন পরপর দূর্যোগ শেষ না হওয়া পর্যন্ত এ সহায়তা নিতে পারবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন,এই মহামারি করোনা ভাইরাসের এখন পর্যন্ত কোন চিকিৎসা বের হয়নি এর একমাত্র চিকিৎসা আপনারা ঘরে থাকুন নিজেকে পরিস্কার রাখুন, নিজে সর্তক অবলম্বন করুন অন্যকে করতে সাহায্য করুন। খাবার নিয়ে কোন চিন্তা করবেন না। একটি পরিবারও না খেয়ে থাকবেনা, খাদ্যের ব্যবস্হা আমরা করবো। ১৯৭১ সালে যেভাবে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে মনে করবেন ঠিক তেমনি ভাবে এই মহামারি বিপদ কে আমরা মোকাবেলা করে জয়ী হবে।

এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন সকলের জন্য বিনামূল্যে এ ত্রাণ বিতরন কর্মসূচি অব্যাহত থাকবে। যতদিন এই ভাইরাস দূর না হয় ততদিন আমরা আপনাদের পাশে আছি ও থাকবো।

শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভীর এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, ,পৌর মেয়র মাহাতাব আলী মেথু, সদর উপজেলার চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, যুবলীগের আহবায়ক এইচ এম ফুয়াদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।

এ বিষয়ে শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম সাংবাদিকদের বলেন,  আমাদের এমপি মহোদয়ের নির্দেশে এবং তার নিজস্ব অর্থায়নে এরই মধ্যে ৩২ হাজার খাবার প্যাকেটের কাজ শেষ পর্যায়ে রয়েছে। যার মধ্যে থাকছে ৫ কেজি চাউল, ৩ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবণ, পিয়াজ, ডাল, তেল ও সাবান। খুব শিগগিরই আমাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তালিকা অনুযায়ী এই খাদ্য সহায়তা ৮১টি পিকআপ এর মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন মোট দুটি ধাপে এই সহায়তা দেওয়া হবে। প্রথম ধাপে ১৫ হাজার মানুষের দ্বিতীয় ধাপে ১৭ হাজার মানুষের মাঝে। এরপরও যদি কেউ বাকি থাকে তাদের জন্য ২৭টি সহায়তা কেন্দ্র খোলা রয়েছে এখান থেকে ভোটার আইডি র্কাড ও ছবি দিয়ে তারা এই মানবিক সহায়তা নিতে পারবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন আমাদের এমপি মহোদয়ের নির্দেশেনা রয়েছে জেলার কোন মানুষকে না খেয়ে কষ্ট পেতে হবে না

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।