ফরিদপুরের সদর উপজেলার ৭টি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা বিতরণ
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের সদর উপজেলার ৭টি ইউনিয়নের হতদরিদ্র পরিবার গুলোর মাঝে প্রধানমন্ত্রী হতে প্রাপ্ত মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে এই সব কার্যক্রমে সরাসরি উপস্হিত হয়ে কার্যক্রম দেখভাল করেন সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাসুম রেজা। বিতরণকৃত ইউনিয়নগুলো ঈশান গোপালপুর, নর্থচ্যানেল, আলিয়াবাদ, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরি।
এ ব্যাপারে সদর উপজেলা নিবার্হী মোঃ মাসুম রেজা বলেন, উপজেলার সাতটি ইউনিয়নে প্রধানমন্ত্রী হতে প্রাপ্ত মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্য জনপ্রতিনিধি, স্হানীয় দলীয় নেতৃবৃন্দ এবং ট্যাগ অফিসার (সরকারি কর্মকর্তা) উপস্হিত থেকে বিতরণ কার্যক্রম দেখভাল করছেন।
তিনি বলেন জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক সরকারিভাবে প্রাপ্ত মানবিক খাদ্য সহায়তা থেকে হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নের নিম্নআয়ের কর্মহীন হয়ে পড়া মানুষদের তালিকা অনুযায়ী সরকারিভাবে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। আমি নিজে প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি খাদ্য সামগ্রী নিয়ে।
তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা রয়েছে উপজেলার একজন মানুষও অভুক্ত থাকতে পারবে না। সেই নির্দেশনা মোতাবেক কাজ শুরু করা হয় প্রথম থেকেই। খাদ্য সামগ্রী দিতে গিয়ে লিফলেট বিতরণ ও তাদের ভিতর করোনা ভাইরাস বিষয়ে সচেতনতার কাজটিও করছি একই সাথে।