সদরপুরে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
সদরপুর থেকে মোঃ নুরুল ইসলাম:
ফরিদপুরে সদরপুরে বিভিন্ন উন্মুক্ত জলাশয়, সরকারি পুকুর ও
প্রতিষ্ঠানের জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। গতকাল বুধবার দুপুরে পোনা অবমুক্ত করণের সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, ফরিদপুর জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, জেলা সিনিয়র মৎস্য অফিসার বিজন কুমার নন্দি, চরভদ্রাসন উপজেলা মৎস্য অফিসার এস.এম মাহমুদুল হাসান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ। উপজেলা মৎস্য অফিসার তাসলিমা তাজমীম এর সার্বিক তত্বাবধানে বিভিন্ন স্থানে ৩৫৭ কেজি পোনা অবমুক্ত করণের উদ্বোধন করা হয়।