বোয়ালমারীতে জমির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমির সীমানা বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছে ৫ জন। মঙ্গলবার (০৭.০৪.২০) সকাল ১১টার দিকে সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন রুবেল বিশ্বাস (৩১), বিপুল বিশ্বাস (৩০), দাউদ মন্ডল (৬৩), হৃদয় মন্ডল (২৩) ও আলোকা (৫০)। এদের মধ্যে রুবেল বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান জানান, রুবেল বিশ্বাস ও দাউদ মন্ডলের মধ্যে বাড়ির পালানের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ ঘটনার রেশ ধরে মঙ্গলবার সকালে মারামারি হয়। থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, সংঘর্ষের ব্যাপারে এখনও কিছু জানি না এবং থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।