ক্রিকেট কোচিং সি দলের প্রথম জয়লাভ
মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে শনিবারের খেলায় জয় লাভ করেছে জুনিয়র ক্রিকেট কোচিং ক্লাব সি। এদিন তারা ১ রানে প্রতিপক্ষ উদয়ন সংঘ কে পরাজিত করে। এদিকে ৩ ম্যাচের ৩ টি খেলা তে হেরে যাওয়ায় আগামী বছর প্রথম বিভাগে নেমে গেল উদয়ন সংঘ। এদিন শেষ বলে ১রান দরকার ছিল উদয়ন সংঘের। কিন্তু তারা নিতে না পারায় ১ রানে ম্যাচ হেরে যায় দলটি। এর আগে বৃষ্টির কারণে ৪৫ ওভারের ম্যাচ ২০ ওভার অনুষ্ঠিত হয়। এতে প্রথম ব্যাট করতে নেমে জুনিয়র ক্রিকেট কোচিং ক্লাব সি ১২১ রান সংগ্রহ করে। জবাবে ৭ উইকেট হারিয়ে উদয়ন সংঘ ১২০ রান সংগ্রহ করে।
সংক্ষিপ্ত স্কোর। জুলিয়ার ক্রিকেট কোচিং ক্লাব সি ১২১/১০ (নির্জন ৩৯,ফয়সাল ৩১)গাজী ৩ উইকেট। উদয়ন সংঘ ১২০/৭ (বচ্চন ২২,শাহ ২২,শাকিল ৪৫)সাজিদ ৩ উইকেট। লাভ করেন। আম্পায়ার পীযূষ শিকদার, আবুল কালাম আজাদ, স্কোরার মামুন হোসেন। প্রতিযোগিতায় আজ লক্ষ্মীপুর যুব সংঘ খেলবে সি কে এস দলের বিরুদ্ধে।