• ঢাকা
  • শনিবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ক্রিকেট কোচিং সি  দলের প্রথম জয়লাভ

ক্রিকেট কোচিং সি দলের প্রথম জয়লাভ

মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে শনিবারের খেলায় জয় লাভ করেছে জুনিয়র  ক্রিকেট কোচিং ক্লাব সি। এদিন তারা ১ রানে প্রতিপক্ষ উদয়ন সংঘ কে পরাজিত করে। এদিকে ৩ ম্যাচের ৩ টি খেলা তে হেরে যাওয়ায় আগামী বছর প্রথম বিভাগে নেমে গেল উদয়ন সংঘ। এদিন শেষ বলে ১রান দরকার ছিল উদয়ন  সংঘের। কিন্তু তারা নিতে না পারায় ১ রানে ম্যাচ হেরে যায় দলটি। এর আগে বৃষ্টির কারণে ৪৫ ওভারের ম্যাচ ২০ ওভার অনুষ্ঠিত হয়। এতে প্রথম ব্যাট করতে নেমে জুনিয়র ক্রিকেট কোচিং ক্লাব সি ১২১ রান সংগ্রহ করে। জবাবে ৭ উইকেট হারিয়ে উদয়ন সংঘ ১২০ রান সংগ্রহ করে।

সংক্ষিপ্ত স্কোর। জুলিয়ার ক্রিকেট কোচিং ক্লাব সি ১২১/১০   (নির্জন ৩৯,ফয়সাল ৩১)গাজী ৩ উইকেট। উদয়ন সংঘ ১২০/৭ (বচ্চন ২২,শাহ ২২,শাকিল ৪৫)সাজিদ ৩ উইকেট। লাভ করেন। আম্পায়ার পীযূষ শিকদার, আবুল কালাম আজাদ, স্কোরার মামুন হোসেন। প্রতিযোগিতায় আজ লক্ষ্মীপুর যুব সংঘ খেলবে সি কে এস দলের বিরুদ্ধে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।