মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালীতে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মোরসালিন প্রায় আড়াই মাস নিখোঁজ ।
মোরসালিনের মা ইতি খাতুনের মধুখালী থানায় দাখিলকৃত সাধারন ডায়রী সুত্রে জানা যায় উপজেলার গাজনা ইউনিয়নের চর চন্দনা আশাপুর গ্রামের মোঃ আশরাফুল শেখ ও ইতি খাতুনের ছেলে মোরসালিন (১১)। সে আশাপুর সিনিয়র মাদরাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। বাবা-মার ছাড়াছাড়ীতে নানীর কাছে থাকতো সে। ঘটনার দিন ২৫ জুন ২০২২খ্রিঃ সকালে মাদরাসার উদ্দেশ্যে বের হয়। বিকেল গরিয়ে রাত হলেও বাড়ীতে ফিরে না আসায় নানী অনেক খোজাঁখুজি করেন। খোজাঁখুজি আর ছেলের আসার অপেক্ষায় থেকে ৩০ জুন ইতি বেগম মধুখালী থানায় একটি নিখোঁজের সাধারন ডায়রী করেন। ডায়রী নম্বর ১৪৬৪ তারিখ ৩০ জুন ২০২২খ্রিঃ।৭৪দিন পার হলেও ফিড়ে আসেনি মোরসালিন। চোখে অশ্রæ নিয়ে ছেলের অপেক্ষায় মা ইতি বেগম। মোরসালিনের বয়স ১১,উচ্চতা ৩ফুট ২ইঞ্চি,গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার, পড়নে থ্রি কোয়ার্টার ও টিশার্ট। তার মার মোবাইল-০১৭১৭৩২৬০৯৬।