• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
মালামাল বিক্রীর নতুন সময় সূচি নির্ধারন চরভদ্রাসনে

মালামাল বিক্রীর নতুন সময় সূচি নির্ধারন চরভদ্রাসনে

নিজস্ব প্রতিবেদক চরভদ্রাসন (ফরিদপুর) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় লকডাউন চলাকালিন সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় মালামাল বিক্রির জন্য পৃথক সময় বেঁধে দিয়েছেন প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা চরভদ্রাসন বাজার মনিটর করে মালামাল বিক্রির পৃথক সময় নির্ধারন করে ব্যবসায়ীদের জানিয়ে দেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইমদাদুল হক তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন খানম, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান ও বাজার বণিক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্যা প্রমূখ।

জানা যায়, বুধবার থেকে নিত্য প্রয়োজনীয় কাচা বাজার স্থানান্তর করে পার্শ্ববতী কলেজ মাঠে নেওয়া হয়েছে। এ কাচা বাজার প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত মাত্র তিন ঘন্টা খোলা থাকবে। উপজেলার মুদী দোকানগুলো প্রতিদিন দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকবে। নিত্য প্রয়োজনীয় মাছ-মাংসের বাজার আগের স্থানে প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত বেচা কেনার সময় নির্ধানর করা হয়েছে। এছাড়া উপজেলার টেলিকম (ফ্লাক্সিলোডের) দোকানগুলো খোলার জন্য প্রতিদিন ৭টা থেকে ১টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।