খুলনায় হোটেল ও দর্জি শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ
খুলনা, ২২ চৈত্র (০৭ এপ্রিল) :খুলনায় করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা কর্মহীন হোটেল ও দর্জি শ্রমিকদের মাঝে খুলনা জেলা প্রশাসন খাদ্যসামগ্রী বিতরণ করে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ (মঙ্গলবার) বিকেলে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর প্রাঙ্গণে নিম্ন আয়ের ৬৩৪ জন শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, যে সকল মানুষ এখনও সরকারি সহায়তা পায়নি এবং বিশেষভাবে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ, যারা জনসম্মুখে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচবোধ করেন তাদের এ ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
এসময় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান ও খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।