• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
সালথায় ছাত্র অ‌ধিকার প‌রিষ‌দের গা‌ছের চারা ও মাস্ক বিতরণ।

ফ‌রিদপ‌ুরের সালথা উপ‌জেলায় বাংলা‌দেশ ছাত্র অ‌ধিকার প‌রিষ‌দের পক্ষ থে‌কে ভ্যান, অ‌টো ভ্যান, অ‌টো গা‌ড়ি ও মটরসাইকেল চালক‌দের মা‌ঝে গা‌ছের চারা বিতরণ করা হ‌য়ে‌ছে।

বাংলা‌দেশ ছাত্র অ‌ধিকার প‌রিষ‌দ সারা‌দেশ ব্যা‌পি বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি হা‌তে নি‌য়ে‌ছে এরই ধারাবা‌হিকতায় বাংলা‌দেশ ছাত্র অ‌ধিকার প‌রিষ‌দ সালথা উপ‌জেলা শাখার উদ্দো‌গে ৭ ই আগষ্ট শুক্রবার ‌বিকা‌লে সালথা সদর বাজার ও আশপা‌শের এলাকায় গা‌ছের চারা ও মাস্ক বিতরণ ক‌রে‌ছে।

বাংলা‌দেশ ছাত্র অ‌ধিকার প‌রিষ‌দের আহ্বায়ক সৈয়দ আব্দুল বা‌প্পি ছাড়াও এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন যুগ্ন আহ্বায়ক তু‌হিন সেখ, যুগ্ন আহ্বায়ক শাহ‌রিয়ার শিহাব, যুগ্ন আহ্বায়ক মোঃ সো‌হেল মাতুব্বর, কার্য নির্বা‌হী সদস্য এনামুল হাসান, নাজমুল হাসান, সাইফুল ইসলাম প্রমূখ।

বাংলা‌দেশ ছাত্র অ‌ধিকার প‌রিষ‌দের আহ্বায়ক সৈয়দ আব্দুল বা‌প্পি ব‌লেন, সাম্প্রতিক সম‌য়ে নানা রকম প্রাকৃ‌তিক দূ‌র্যো‌গের করনে পৃ‌থিবী তার ভারসাম্য হা‌রি‌য়ে ফেল‌ছে, অ‌তি বৃ‌ষ্টি, অনা বৃ‌ষ্টি, বন্যা, নদী ভাঙ্গ‌নের কার‌নে জন‌জীবন হুম‌কির মু‌খে প‌রে‌ছে, এসব প্রাকৃ‌তিক দূ‌র্যোগ থে‌কে বাঁচ‌তে বৃক্ষ রোপ‌নের বিকল্প নাই। তাই কে‌ন্দ্রীয় কর্মসূ‌চির অংশ হি‌সেবে গা‌ছের চারা বিতরণ ও রোপণ কর‌ছি। পাশাপা‌শি ক‌রোনা ভাইরাস সংক্রমন রো‌ধে মাস্ক নেই এমন পথচ‌া‌রি‌দের মা‌ঝে মাস্ক বিতরন করে‌ছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।