রাজশাহীর মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাত্রীর বড় ভাই বাদী হয়ে মোহনপুর থানায় এ মামলা দায়ের করেন।
ওই কলেজছাত্রী ভাই বাদি হয়ে আবদুর রাজ্জাক ও তার বাবা ছলিমুদ্দিনসহ তিনজনকে আসামি করে মোহনপুর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার পর মোহনপুর থানা পুলিশ শুক্রবার (০৭ আগস্ট) রাত ৮টার দিকে রাজ্জাকের বাবা ছলিমুদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ছাত্রলীগ নেতা ও ফুলশো গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক একই উপজেলার গোছা গ্রামের এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়েকে (২০) দীঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৬ আগস্ট সকাল ৭টার দিকে রাজ্জাক অন্য আসামিদের সহযোগিতায় ওই কলেজেছাত্রীকে অপরণ করে নিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ওসি বলেন, মামলার আসামি ছলিমুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। কলেজছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাকের সাথে কথা বলতে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।