• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
প্রেম/ভালোবাসা(পার্ট-২)-জারছিন মণি 

আমরা নিজেদের আবেগ অনুভুতি নিয়ন্ত্রণ না করে দোষ দিয়ে চলেছি শিক্ষা ব্যবস্থার উপর,মা-বাবার উপর,বিপরীত লিঙ্গের মানুষটির উপর।

আমি কোন ধর্ম থেকে  নয়,
কোন জাতি থেকে নয়,
কোন দেশ থেকে নয়।
আমি আমার চিন্তা-চেতনা,ধ্যান-ধারণা,বিবেক এবং বাস্তবতা থেকে বলছি।
আমি বলছিনা কোন মুসলিমের উদ্দেশ্যে,
আমি বলছিনা কোন হিন্দুর উদ্দেশ্যে,
আমি বলছিনা কোন খ্রিষ্টানের উদ্দেশ্যে,
আমি বলছিনা কোন বৌদ্ধের উদ্দেশ্য,
আমি বলছি সমগ্র মানবজাতির উদ্দেশ্যে।

আপনি আপনার আবেগ অনুভুতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ? তাহলে আপনি বিয়ে করে নিন।আপনার বাবা মায়ের সামনে কত রকমের নির্লজ্জকর কাজ কর্ম করেছেন। আপনি সাহস করে এটিও বলে দিন।সরাসরি বাবা মাকে না বলতে পারেন পরিবারের অন্যান্য সদস্য কে জানান।

কেননা আপনি যথেষ্ট বড় হয়েছেন আপনার যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে কিন্তু আপনি প্রকৃতির ডাক নিয়ন্ত্রণ করতে পারছেন না। (বি.দ্র. যারা নিয়ন্ত্রণ করতে পারে জীবনে সফলতা আসার সম্ভবনা অনেক গুন বৃদ্ধি পায়।)অতঃপর কি করছেন? আপনি প্রেমিক খুঁজছেন,আপনি প্রেমিকা খুজছেন।
একটি প্রেমিক/প্রেমিকা খুঁজতে গিয়ে আপনার জীবনের আপনার ক্যারিয়ারের শতকরা ৩০ভাগ সময় ও সুযোগ নষ্ট করছেন।

এরপর যখন একজন কে পেয়ে রিলেশন কন্টিনিউ করছেন এই সময় আপনার জীবনের আরো ৩০ ভাগ সময় ও সুযোগ ধ্বংস করছেন আপনি নিজেই।
একটু চিন্তা করেন,
শুধুমাত্র আপনার আবেগ শেয়ারিং এর পার্টনার  খুঁজেতে গিয়ে আপনার জীবনের ৬০ভাগ সময় ও সুযোগ নষ্ট করে ফেলেন।
একটু মাথা ঠান্ডা করে ভাবুন আপনার প্রেমিক/প্রেমিকার জন্য কি কি না করছেন,রাত দিন কতটা সময় নষ্ট করছেন অযাথা কথা বলে কাটিয়ে। দিনের পর দিন কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করছেন একটা অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে।
(অবৈধ?
জ্বি অবৈধ!  বিয়ের পূর্বে প্রতিটি সম্পর্কই অবৈধ।)

এত কষ্ট, এত  অসহ্য যন্ত্রণা সহ্য করার পরও যখন ব্রেকাপ হয় আমাদের জীবনের অসফলতার শতকরা ভাগ আরো ৩০ভাগ বেড়ে যায়। (মোট ৯০ভাগ)
ব্রেকাপের পর আমরা হয় আরো একটি রিলেশনে জড়িয়ে পড়ি নতুবা স্মোকিং, খারাপ অভ্যাস শুরু করি মানসিক চাপে অনেকে অন্য ছেলে/মেয়ের উপর পূর্ববর্তী প্রেমের রাগ মেটানোর চেষ্টা করে।

এভাবে শুধু নিজেদের জীবন নষ্টই নয় আমরা প্রতিনিয়ত বাবা মা’র স্বপ্ন ভাঙছি,বাবা মাকে ঠকাচ্ছি, বন্ধুদের থেকে দূরে সরে যাচ্ছি, কারণে অকারণে মিথ্যা,পকেটমার, লুকোচুরিতে ভরে ওঠে আমাদের জীবন। নিজেরাই নষ্ট করছি কতো ভয়ঙ্করভাবে আমরা উপলব্ধি করতে পারছিনা। এর দ্বায় কিন্তু আমাদের, শুধুই আমাদের।

Jaarsin Moni (fb Id)
HSC candidate 2020
From: Meherpur,Khulna,Bangladesh

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।