• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
রাজশাহীতে পৃথক প্রণোদনাসহ তিন দফা দাবিতে আদিবাসীদের মানববন্ধন

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন এবং করোনা সংকটে আদিবাসীদের জন্য পৃথক প্রণোদনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী ছাত্র পরিষদ শনিবার বেলা ১১ টায় রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের উচ্ছেদ, দেশত্যাগসহ সকল প্রকার নির্যাতন বন্ধ করার দাবি জানান।

এছাড়া আদিবাসী শিক্ষার্থীদের ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সরকারিভাবে সরবরাহ করা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের মাধ্যমে আদিবাসী শিক্ষার্থীদের পড়াশুনায় উদ্ব্দ্ধু বা মনিটরিং করা, শিক্ষিত বেকার আদিবাসীদের সরকারীভাবে কর্মসংস্থান নিশ্চিতেরও দাবি করা হয় মানববন্ধনে।

মানববন্ধনে করোনা সংকটের কারণে বস্ত্র কারখানায়, শিল্প-কারখানায়, হোটেলে বা রেস্তোঁরা, বিউটি পার্লার, ইমারত নির্মান শ্রমিকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত হাজার হাজার আদিবাসী যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের আলাদাভাবে প্রণোদনাসহ কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, অর্থ-সম্পাদক অনিল রবিদাস, সদস্য শিউলি নদীয়া মার্ডি।

সংহতি বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার মাহাতো ।

আরও বক্তব্য দেন, বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট এবং মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, ৭১’র ঘাতক দালাল নির্র্মূল কমিটি রাজশাহী জেলার সভাপতি শাহাজাহান আলী বরজাহান, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার সভাপতি রঘুনাথ রবিদাস প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।