• ঢাকা
  • বুধবার, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ডিক্রির চর ইউনিয়নের ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

ডিক্রির চর ইউনিয়নের ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নের ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।আজ সকাল ১১ টায় ডিক্রির চর ইউনিয়নের খেটে খাওয়া অসহায় দরিদ্র এই ১০০০ পরিবারের সদস্যদের মাঝে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক মোল্লা, ডিক্রির চর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু সহ ইউনিয়ন মেম্বার ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

ইউনিয়ন চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু জানান, আজ ও আগামীকাল সর্বমোট ১০০০ পরিবারের মাঝে ৮ কেজি চাল, ১ কেজি তেল, ১ টি মিষ্টি কুমড়া ও ১ কেজি ডালের একেকটি প্যাকেট তুলে দেওয়া হবে।তিনি আরও বলেন, এই ইউনিয়নের অধিকাংশ লোকই কৃষি কাজ করে তাছাড়া কিছু আছে যারা দিনমজুর, কিছু জেলে সহ রয়েছে এমন কিছু পরিবার যারা একদিন ঘর থেকে বের হতে না পারলে ঐ দিন না খেয়ে থাকতে হয়। আমার ইউনিয়নে মাত্র ১.৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, এখানে যে পরিমান অসহায় জনগণ রয়েছে তাতে এই চালে কিছুই হয় না তাই আমি ও আমার মেম্বারগন মিলে নিজেদের উদ্যোগে সরকারি চালের সাথে আরও চাল ও অন্যান্য জিনিসপত্র ক্রয় করে প্যকেট তৈরি করেছি যাতে আমার ইউনিয়নের কোন মানুষ অনাহারে না থাকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুম রেজা বলেন, প্রথম পর্যায়ে এখানে ১.৫ টন চাল দেওয়া হয়েছে, প্রয়োজন অনুযায়ী পর্যায় ক্রমে আরও দেওয়া হবে।প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে একটি এই দুর্যোগে যারা কর্মহীন হয়ে পরেছে তারা একটি মানুষও যেন না খেয়ে থাকে। যারা পাচ্ছে না তাদের তালিকা আমার কাছে বা উপজেলা চেয়ারম্যানের কাছে পৌছে দেন ব্যবস্থা করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।