কথায় আছে-যেখানে রাত সেখানেই কাত (ঘুম)। দিনের পর দিন, এভাবেই রাজশাহীতে বেশকিছু পথশিশুদের অসহায়ত্ব জীবন কাটছে প্রতিনিয়তই। সারাদিন এখানে-ওখানে দিন কাটে এদের রাত হলেই ফিরে আসে রাজশাহীর পদ্মা গার্ডেনে। এখানে রাত্রিযাপন করে পথশিশুরা।
রাজশাহী মহানগরীতে ভাসমান লোকের সংখ্যা কত তার কোন সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও রাজশাহী মহানগরীতে রাতে রেল স্টেশন,টার্মিনাল,বিভিন্ন মজার ঘুরে দেখা যায় পথ শিশু বা ভাসমান মানুষের সংখ্যা কম নয়।এই পথশিশুরা রাজশাহী রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, লক্ষ্মীপুর, সাহেববাজারসহ বিভিন্ন এলাকায় এদের বিচরণ। কেউ কেউ জীবিকার তাগিদে বাদাম, চকলে, চটপটিসহ বিভিন্ন খাবার বিক্রি করে। এছাড়া কেউ কেউ সাহেববাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করে। এসব ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করলেও তাদের থাকার জায়গা নেই। তারাই মূলত এখানে থাকবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পদ্মা নদীর তীরবর্তী এক ব্যক্তি জানায়, এখানে শুধু পথশিশু নয়, বিভিন্ন বয়সের মানুষ রাত্রিযাপন করেন। তারা রাতের দিকে নিজ নিজ বিছানা করে শুয়ে পড়ে। তবে ঝড়-বৃষ্টি অনেক সমস্যা হয়। ঝড়-বৃষ্টি হলে সেদিন তাদের জেগেই রাত্রিযাপন করতে হয়। কারণ বৃষ্টিতে পুরোটাই ভিজে যায়।