সালথা’য় কর্মহীন মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে ৬ষ্ঠ পর্যায়ে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিব সরকার।
৮ই এপ্রিল বুধবার বেলা ১০ টা থেকে উপজেলার গট্রি, ভাওয়াল, বল্লভদী, যদুনন্দী, আটঘর, রামকান্তপুর, মাঝারদিয়া, ইউনিয়নে একসাথে বাড়ি বাড়ি গিয়ে মোট ১০৬০ টি কর্মহীন হত দরিদ্রদের দরজায় ত্রান সামগ্রী পৌছে দেওয়া হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, আমাদের পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী মজুদ আছে। আগের মতই ছোট ছোট চায়ের দোকান, সেলুনসহ যাদের একমাত্র আয়ের পথ করোনা ভাইরাসের কারনে বন্ধ হয়ে গেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছি। যদি কেউ বাদ পরে তাহলে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। তিনি অারো বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না । এসময় তিনি সকলকেই নিরাপদে থাকার অনুরোধ জানান ।