• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
 ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটি সভায় ইন্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন

ছবি- আইন- শৃঙ্খলা কমিটির সভায় খোন্দকার মোশাররফ হোসেন এমপি

ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা  কমিটি সভায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন 

ফরিদপুর জেলা আইন শৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

তিনি ফরিদপুরে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে গিয়ে বলেন, ফরিদপুর শহর এখন শান্তির শহর। ফরিদপুরে আইন শৃঙ্খলা উন্নয়নে শিখরে যাচ্ছে। এখন ফরিদপুর শহরের কোন চাঁদাবাজী, ছিনতাইকারী নাই। মা বোনেরা নির্বিঘ্নে গভীর রাতেও শহর দিয়ে চলাচল করতে পারে।

তিনি আরো বলেন, ফরিদপুর বাসী অত্যান্ত নিরাপদে আছেন। ফরিদপুর বাসী এখন উন্মুক্ত পরিবেশে চলতে পারে। উন্মুক্ত পরিবেশে চলতে পারলে মানুষের উদারতা বাড়ে, মানুষের সাথে মানুষের সৌহার্দ্যতা বাড়ে। আইনশৃঙ্খলার মধ্যে ফরিদপুর একটি বিশিষ্ট স্থানে যাবে। সার্বিক উন্নয়নে ৬৪ জেলা মধ্যে ফরিদপুর পঞ্চম স্থানে রয়েছে।এসময় তিনি ফরিদপুরকে উন্নয়ন করতে স্ব স্ব দপ্তরকে নির্দেশনা দেন।

সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট  সুবল চন্দ্র সাহা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আক্কাছ হোসেন, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ। এছাড়া উপজেলা চেয়ারম্যানবৃন্দ, নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণও বক্তব্য রাখেন।

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।