• ঢাকা
  • সোমবার, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৪ ইং
বোয়ালমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে  সার বীজ বিতরণ 

বোয়ালমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ২০১৯-২০ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ৮ এপ্রিল বুধবার বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ  উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এবছর এ উপজেলায় ৯৫০ কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। এবছর করোনার প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়িয়ে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে প্রণোদনার মালামাল বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত  রাখতে কোন জমি খালি না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।