• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে খুলনা সিটি মেয়রের ত্রাণ সামগ্রী বিতরণ

নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে খুলনা সিটি মেয়রের ত্রাণ সামগ্রী বিতরণ

খুলনা, ২৪ চৈত্র (০৯ এপ্রিল): করোনাভাইরাস প্রতিরোধে আজ (বৃহস্পতিবার) সকালে খুলনার খালিশপুর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চত্বরে আকাঙ্খা গ্রুপের উদ্যোগে কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, তেল, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যান শেখ মজনু, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার, মুক্তিযোদ্ধা নূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র  দুইশত নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পরে সিটি মেয়র পর্যায়ক্রমে নগরীর ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডসহ মোট এক হাজার ছয়শত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।