ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মো. ইস্রাফিল শেখ (৫৫) নামে আরও এক করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৫টায় উপজেলার শেখর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে নিজবাড়িতে তিনি মারা যান। বোয়ালমারীতে এ নিয়ে ৩জন করোনায় আক্রান্ত রোগী মৃত্যু হলো। উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
স্বাস্হ্যবিধি মেনে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে দূর্গাপুর কবরস্হানে করোনায় মারা যাওয়া রোগীর লাশ দাফন করা হয়েছে।
ডা. খালেদুর রহমান জানান, ঢাকার একটি সিকোরিটি ফার্মে ইস্রাফিল শেখ চাকরি করতো। গত ১৪ জুন তিনি স্টোক করে ঢাকা হ্নদরোগ ইনষ্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্হায় ৪ জুলাই তার নমুনা সংগ্রহে করোনা পজেটিভ ধরা পড়ে। রোগীকে হ্দরোগ ইনষ্টিটিউট কভিট হাসপাতালে স্হানান্তর করলে; হাসপাতালে না গিয়ে রোগীর লোকজন ইস্রাফিলকে বোয়ালমারীর দূর্গাপুর নিজবাড়িতে নিয়ে আসেন। নিজবাড়িতে আইসোলেশনে থাকা অবস্হায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।