সালথা’য় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
ফরিদপুরের সালথায় মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। রবিবার দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া মধ্যেপাড়া দলিল উদ্দিন মৃধার বাড়িতে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়। মেয়েটি ইউসুফদিয়া আলিম মাদ্রসার ৯ম শ্রেনীর ছাত্রী।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার জানান, বাল্যবিবাহের সংবাদ পেয়ে রবিবার দুপুরে বড়খারদিয়া মধ্যপাড়া দলিল উদ্দিন মৃধার বাড়িতে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়। সেই সাথে ১৬ বছর বয়সী নাতনীর বিয়ের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়ের দাদা দলিল উদ্দিন মৃধা (৭০) কে ৩ হাজার টাকা ও বাল্যবিবাহ করতে আসা পাত্রকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।