সাপাহারে করোনা প্রতিরোধে সামাজিক কাজে নিয়োজিত আসাদুজ্জামান আসাদ
সাপাহারে করোনা প্রতিরোধে সামাজিক কাজে নিয়োজিত আসাদুজ্জামান আসাদ
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জনসচেতনতা বৃদ্ধি করতে এখন পর্যন্ত যারা সচেতন হননি তাদের সচেতনা বৃদ্ধিতে আসাদুজ্জামান আসাদ ১৫০ জনকে মাস্ক দিয়ে সকলকে বাড়িতে থাকার আহব্বান জানান,
জানাগেছে, আসাদুজ্জামান আসাদ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে চলেছেন, কখনও মাস্ক, কখনও সাবান, কখনও জীবানু নাশক স্প্রে, কখনও লিফলেট, কখনও নতুন কাপড় দিয়ে মানুষ কে সচেতন করে তোলার চেষ্টা করেছে।
এসময় তাকে সহযোগিতা করে চলেছে,,জয়পুর রাজ্যধর প্রাথমিক বিদ্যালয়ের জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রসিদ, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর রাব্বনী, ফরাদ হোসেন জনি, মিঠুজালাল, আব্দুর জব্বার, সুনিল, আকবর, শহীদ, দুরুল, সইবুর ও নুরআলম সহ আরো অনেকে।