৯ আগস্ট রোববার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফরিদপুর জেলা কমিটির সভাপতি ডাঃ মুনীরুজ্জামান মনিরের মৃত্যুতে মধুখালী উপজেলা ওয়ার্কার্স পাটির আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট শনিবার সন্ধ্যায় মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টি নেতা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় মধুখালী প্রেসকাব চত্বরে ডাঃ মুনীরুজ্জামান মনিরের মৃত্যুতে তাঁর জীবন ও কর্মের ওপর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, প্রবিন সিপিবি নেতা হাজী আব্দুল মালেক সিকদার,সিপিবি প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম লায়েক, আব্দুল কাদের আজাদ, কমিউনিষ্ট নেতা মো. নজরুল ইসলাম, জেলা সিপিবি নেতা এ্যাড.মানিক মজুমদার, বিলায়েত হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক মো. আবু সাঈদ মিয়া, উপাজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, উপজেলা কৃষক নেতা মো. সিরাজুল ইসলাম, মধুখালী বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো.আবুল বাশার বাদশা ,ওয়ার্কার্স পার্টি নেতা চিকুর সাহা সহ প্রমুখ।