রাজশাহীর বাঘা উপজেলা ধারের টাকা আদায় করতে থানায় অভিযোগ করা হয়েছে।বৃহষ্প্রতিবার (৯ জুলাই) দুপুরে শাহিনুর রহমান (৪২) বাঘা থানায় ২জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানায়,কালিদাস খালী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শাহিনুর রহমান(৪২) গত বছর (৪ জুন) সকাল ১০টায় রাজশাহী জেলার বাঘা থানার চর কালিদাস খালী গ্রামের মৃত রমজান মিস্ত্রীর ছেলে আব্দুস সালাম(৬০) ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার খাজা নগর আদর্শপাড়া গ্রামের জয়নাল শেখের ছেলে আব্দুর রহমান(৪০) এক মাস পরে দিবে বলিয়া তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ধার নেয়। আজ দেব কাল দেব বলে গড়িমশী করে। সরল বিশ্বাসে টাকা ধার দিয়া, চলতি বছর মঙ্গলবার (৭ জুলাই ) সকালে টাকা চাইতে গেলে অকথ্য ভাষায় গলী-গালাজ করে ও ক্ষতি সাধন করবে বলে হুমকি দেয়।
চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আজম বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি এবং নিরসনের চেষ্টাও করেছি। কিন্তুু বিবাদীর গরজ না থাকায় সমাধান করা সম্ভব হয়নি।