বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে বৃহস্পতিবার (০৯.০৪.২০) দুপুরে মিসেস সিমা (১৯) নামের এক গৃহবধূ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। জানা যায়, হাসামদিয়া গ্রামের হিমায়েত খানের মেয়ে সিমার বিয়ে হয় দুই মাস আগে পাশের সালথা উপজেলার নকল হাটি গ্রামের কনিরুলের সাথে। গত কয়েকদিন আগে কনিরুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। সিমার স্বামী এবং পরিবারের সাথে অভিমান করে ওইদিন (বৃহস্পতিবার ) ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস নেয়। তার পরিবারের লোকজন সিমাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্হঢ় কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, আত্মহত্যার খবর পেয়েছি। পুলিশ হাসপাতালে পাঠাইছি।