• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
বোয়ালমারীতে চাল ব্যবসায়িকে ৩৫ হাজার টাকা জরিমানা

বোয়ালমারীতে প্রতারনার অভিযোগে

 বোয়ালমারীতে চাল ব্যবসায়িকে ৩৫ হাজার টাকা জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিম্নমানের চাল ক্রয় করে মেশিন দিয়ে চিকন করে মিনিকেট হিসেবে বাজারজাত করায় এক ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (০৯.০৪.২০) বিকেল সাড়ে ৫টায় রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারের চাল ব্যবসায়ি হরিদাস বনিককে এ জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, রূপাপাত গ্রামের বাসিন্দা কালিনগর বাজারের চাল ব্যবসায়ি হরিদাস বনিক দীর্ঘদিন ধরে নিম্নমানের চাল ক্রয় করে মেশিন দিয়ে চিকন করে মিনিকেটের বস্তায় ভরে ঝিনাইদহের মুজুমদার স্পেশাল মিনিকেট চালের সিল মেরে বাজারজাত করে জনগণের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী থানার ডহরনগর ফাড়ি পুলিশ হরিদাস বনিকের চালের গুদামে অভিযান চালিয়ে গুদামটি সিলগালা করে দেয়। বিকেল সাড়ে ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ঘটনাস্হলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যবসায়িকে ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৪৫ ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, নিম্নমানের চাল ক্রয় করে মিনিকেট হিসেবে বাজারজাত করে জনগণের সাথে প্রতারনার অভিযোগে ভোক্তা অধিকার আইনে চাল ব্যবসায়ি হরিদাস বনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।