বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছে কৈজুরী যুবলীগ
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর: মহামারি নভেল করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা ফরিদপুরের হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফরিদপুরের বিভিন্ন সংগঠন। সেই দলে যুক্ত হয়েছে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন যুবলীগ। গত বুধবার (০৮-০৪-২০) তারিখ থেকে তারা এ কার্যক্রম শুরু করে।
কৈজুরী ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক হোসেনের নেতৃত্বে এ কার্যক্রমে অংশ নেন রবিউল হাসান রাজিব, সুজন মাহমুদ, ইকবাল, লিটন মোল্লা, বিপ্লব শাহরিয়ার সহ অনেকে। তাদের তৈরি করা প্রতিটি প্যকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ কেজি আলু।
ফারুক হোসেন বলেন, করোনার প্রভাবে আমার ইউনিয়নের অসংখ্য নারী-পুরুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া এসব অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করেই আমরা ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীরা নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরন করছি। যতো দিন করোনার প্রভাব থাকবে, ততোদিনই আমাদের এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে।এই সংকটময় মুহুর্তে আমরা সকল বিত্তবানকে অনুরোধ করবো তারা যেন খেটে খাওয়া এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে।