টিকাপাড়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের উদ্যােগে কর্মহীন ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মোঃআসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
টিকাপাড়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গত ৮ এপ্রিল বুধবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষে সামাজিক দুরত্ব ও ব্যাক্তিগত সুরক্ষায় ঘর বন্দী হয়ে পড়েছে শ্রমজীবী ছিন্নমূল দরিদ্র পরিবারের অসংখ্য মানুষ। টিকাপাড়া ফ্রেন্ডস্ স্পোর্টং ক্লাবের পক্ষ থেকে ঠাকুরগাঁও পৌর এলাকার ৩নং ওয়ার্ডের হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ সামগ্রী চাল ৫ কেজি, ডাল ১কেজি,আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, তেল হাফ লিটার, লবণ হাফ কেজি, সাবান ১টা, মাক্স ১টা।
টিকাপাড়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের সার্বিক সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে যারা আর্থিক সহযোগীতা সহ বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন তাদের প্রতি ক্লাবের পক্ষ থেকে কৃতঙ্গতা জানানো হয়। আগামী দিনেও এই ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ক্লাবের সদস্যরা ইচ্ছা প্রকাশ করেন।