সালথা’য় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ফরিদপুরের সালথায় নানা আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশান ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলা সদর বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে দূর্যোগ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন ডিসপ্লে পরিদর্শণ করেন ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রুপা বেগম, সালথা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এস.এম সিদ্দিক হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান প্রমূখ।