দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন সাকিব
দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন সাকিব
দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন সাকিব নিজেই।
মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে একটি স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘বিগ সিস্টারহুড’। জানা গেছে, সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হতে যাচ্ছে।
নানা দিক থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছিল। অবশেষে খোলাসা করলেন সাকিবই। ফেসবুকে অফিসিয়াল পেজে সাকিব বলেছেন, ছোট ভাই অথবা বোন পেতে যাচ্ছে কন্যা আলায়না হাসান অব্রি।
প্রসঙ্গত, বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান।