চরভদ্রাসনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করার লক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম।
সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. হাফিজুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ।
সভায় উপজেলায় আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করার সিদ্বান্ত গৃহীত হয়।