মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১০/৩/২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী আঃ মজিদ একাডেমীর ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ। শনিবার দিনভর বিদ্যালয়টির মাঠে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রোববার বিকালে মন মুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়টির শিক্ষার্থীরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা একাডেমী সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া,আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, জাঙ্গাল বাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দীন, শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র প্রমুখ । অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বিশ্বাস ও সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, জয়চান মন্ডল, সালেমা আক্তার, অপুর্ব কুমার বিশ্বাস।