দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক, সালথা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সদস্য মোঃ সেলিম মোল্যার মাতা মোসাঃ সালেহা বেগম (৭০) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে—-রাজিউন। শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে তিনি সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের নিধিপট্টি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র ও ৩কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগ, সালথা প্রেসক্লাব, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, প্রাথমিক শিক্ষক সমিতি, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন মহল থেকে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাদ জুম্মা মরহুমার জানাজা শেষে নিধিপট্টি কবরস্থানে তার লাশ দাফন করা হয়।